Close

এবার ম্যাজিক বক্স আর ভূতের খেলা

নিজস্ব প্রতিনিধি:এবার ভয়ের ছবি নিয়ে আসছেন পরিচালক সায়ন বসু চৌধুরী। গল্পের নাম “হরর স্টোরিজ”। ছবিটি মুক্তি পেতে চলেছে ১৩ আগস্ট । এটা সায়ন-এর তৃতীয় ছবি ।’কিছু না বলা কথা’ ও ‘মেঘ বৃষ্টি মলাট ‘-এর পর ‘হরর স্টোরিজ’। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।ছবিতে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুপসা মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুপ্রতিম সাহা ,সুরজিত মাইতি, রোশনি ঘোষ। জীবনের নানা গতিপথের গল্প”হরর স্টোরিজ”-এর। ছবিটির প্রতিটি বাকে লুকিয়ে আছে ভয় আর থ্রিল। ছবিটি মুক্তি পাবে মুকেশ পান্ডে মোশন পিকচার এর ব্যানারে। ছবিটির প্রযোজক হিসাবে রয়েছেন মুকেশ পান্ডে । সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম।

Leave a Reply

0 Comments
scroll to top