Close

এবার পুজোয় ‘লিল্লি ডোন্ট বি সিল্লি’

✍️By Ramiz Ali Ahmed
এবছরের পুজোয় ধামাকাদার মিউজিক ভিডিও উপহার দিল সমিধ মুখোপাধ্যায় ও উরভি চট্টোপাধ্যায় । মিউজিক ভিডিওটির নাম ‘লিল্লি ডোন্ট বি সিল্লি’।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এই মিউজিক ভিডিওতে জমজমাট নেচে মাতিয়ে দিয়েছেন সাক্ষী সাহা, আর তার বিপরীতে আছেন অভিনেতা ঋদ্ধিশ চৌধুরী। মিউজিক কম্পোজ করেছেন সামিধ মুখোপাধ্যায়।গানের কথা লিখেছেন জয়জিৎ ও সমিধ।গেয়েছেন সমিধ এবং উরভি।ভিডিওতেও এই জুটিকে দেখা যাবে।জমজমাট মিউজিক ভিডিও-টির ডান্স কোরিওগ্রাফি করেছেন বান্টি বড়ুয়া।মিউজিক ভিডিওটির আরেকটি চমক হচ্ছে জমজমাট এই মিউজিক ভিডিও-তে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে লিলি চক্রবর্তী, এনা সাহা,জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং বান্টি বড়ুয়াকে।এনা সাহা এবং বনানী সাহা নিবেদিত এই মিউজিক ভিডিওটি প্রযোজনা জারেক এন্টারটেইনমেন্ট-এর।
সম্প্রতি কলকাতার সাউথ সিটি মল-এর ‘বারিশ’-এ “লিল্লি ডোন্ট বি সিল্লি” মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটল জমজমাটভাবে।সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করলেন আনন্দ সংবাদ-এর চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
scroll to top