By Ramiz Ali Ahmed
বাঙালি মাত্রই ভোজন রসিক।আর খেলাধুলাও বাঙালির প্রিয়।তবে বাঙালির বড্ড প্রিয় আড্ডা।আর সেগুলোর কম্বিনেশন যদি একসাথে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।সেই পরিবেশই আমাদের উপহার দিচ্ছে ‘পুলক্যাফে‘।এখন পর্যন্ত পুলক্যাফের ১৪ টি ব্রাঞ্চ। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি রাজ্যের বাইরেও রয়েছে ব্রাঞ্চ।সম্প্রতি আসানসোল শহরের আশ্রম মোড়ে তাদের নতুন ব্রাঞ্চ-এর উদ্বোধন হয়ে গেল জাঁকজমক ভাবে।
কুতুবউদ্দিন,পল্লবী দেবনাথ,রিয়া ঘোষ,রিয়া বিশ্বাস,সুব্রত,অতুল,সি নি,আলিশা-র মতো মডেলরা এদিন উপস্থিত হয়ে জমিয়ে দিয়েছিলেন আসানসোলের ‘পুলক্যাফে‘র জমজমাট উদ্বোধনে।
পুলক্যাফে-র কর্ণধার শ্রীদীপ ঘোষ জানালেন,”আমাদের এখানে সাধ্যের মধ্যেই সবাই এই সুযোগ পাবেন।সারা ভারতব্যাপি ব্রাঞ্চ খোলার ইচ্ছে আছে।এখানে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে স্নোকার,এইট বল পুল সহ আরো আনন্দদায়ক স্পোর্টস-এর সুযোগ আছে।”তাহলে আর দেরি কেন?চট করে ঢুঁ মেরে আসুন পুলক্যাফে-তে।