তায় তার যোগ্য জবাব দিয়েছে বাংলার মানুষ । দাঙ্গাবাজদের ভারতবর্ষের মানুষ কেউ চায় না । ধর্মনিরপেক্ষ বাংলায় কোনো বিভেদকামী শক্তির স্থান নেই । সম্প্রিতি হচ্ছে বাংলার মূলমন্ত্র ।এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক নৌশাদ মল্লিক মহাশয়।এই পুরো অনুষ্ঠানের সভাপতি হিসাবে আসন অলংকৃত করেন।চক্ সুলতান গ্রামের বয়স্ক নাগরিকদের সম্বর্ধনা করেন এলাকার বিজয়ী বিধায়ীকা অসীমা পাত্র।বয়স্কদের মধ্যে উপস্থিত ছিলেন: – 1)আব্দুল রহমান,2)জোবেদ আলী,3) আওলাত হোসেন,4) জরিনা বিবি,5)জীবননেশা বিবি,7)ফিরোজা বিবি,8) রাকিমন বিবি।
একটু খুশির সন্ধানে
তায় তার যোগ্য জবাব দিয়েছে বাংলার মানুষ । দাঙ্গাবাজদের ভারতবর্ষের মানুষ কেউ চায় না । ধর্মনিরপেক্ষ বাংলায় কোনো বিভেদকামী শক্তির স্থান নেই । সম্প্রিতি হচ্ছে বাংলার মূলমন্ত্র ।এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক নৌশাদ মল্লিক মহাশয়।এই পুরো অনুষ্ঠানের সভাপতি হিসাবে আসন অলংকৃত করেন।চক্ সুলতান গ্রামের বয়স্ক নাগরিকদের সম্বর্ধনা করেন এলাকার বিজয়ী বিধায়ীকা অসীমা পাত্র।বয়স্কদের মধ্যে উপস্থিত ছিলেন: – 1)আব্দুল রহমান,2)জোবেদ আলী,3) আওলাত হোসেন,4) জরিনা বিবি,5)জীবননেশা বিবি,7)ফিরোজা বিবি,8) রাকিমন বিবি।