Close

এই লক ডাউনের সময়ে পরিচালক শুভম রায়ের নতুন পদক্ষেপ “ভারত ভাগ্য বিধাতা” মিউজিক রিলিজ

পরিচালক শুভম রায়

আনন্দ সংবাদ লাইভ:রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং করোনা মোকাবিলায় শুভম রায়ের পরিচালনায় মুক্তি পেলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য একটি গান ‘ভারত ভাগ্য বিধাতা’। গানটি রিলিজ করছে আজ রবীন্দ্র জয়ন্তীর দিন অর্থাৎ ২৫ শে বৈশাখ। গানটি রিলিজ করছে PiXoticA Entertainment এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। গানটির মিউজিক অ্যারেঞ্জ করেছেন দেবব্রত মজুমদার (পিকু)। গানটি গেয়েছেন অদ্রিতা ঝিনুক এবং মুন্না হালদার। গানটিতে লিপ দিয়েছেন একঝাঁক টলিউড অভিনেতা, অভিনেত্রী, সঞ্চালিকা এবং সঙ্গীতশিল্পীরা। তারা হলেন ইন্দ্রনীল মল্লিক (অভিনেতা), অনিন্দ্য ব্যানার্জী (অভিনেতা), অমিতাভ ভট্টাচার্য (অভিনেতা), রাজদীপ সরকার (অভিনেতা), দেবাশিস গাঙ্গুলী (অভিনেতা), শৈবাল দত্ত (অভিনেতা), রুমেলা চ্ক্রবর্তী (সঞ্চালিকা), স্নেহা মুখার্জী (অভিনেত্রী), অর্পিতা মন্ডল (অভিনেত্রী), দীপান্বিতা নাথ হিজিবিজি (অভিনেত্রী), ইভলিনা চক্রবর্তী (অভিনেত্রী), শ্রেষ্ঠা প্রামাণিক (অভিনেত্রী) এবং সোমপর্না (সঙ্গীতশিল্পী)। পরিচালক শুভম রায় বলেন, ‘কোভিড ১৯ এর কারণে যে সব লোকেরা ডিপ্রেসান এ চলে যাচ্ছেন তাদের পুনরায় উদ্বুদ্ধ করে তুলতেই এই গানটি বানানো।’ যে সমস্ত কলাকুশলীরা গানে লিপ দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দিয়েছেন পরিচালক। গানটির পোষ্টার ডিসাইন করেছেন অভ্রনীল দাস।

Leave a Reply

Leave a comment
scroll to top