Close

এই বছরের দীপ সম্মান প্রদান করল ২৪×৭ তাজা সমাচার

নিজস্ব প্রতিবেদক: ‘ধনতেরস’ তথা ‘ধন্বন্তরি জয়ন্তী’-র পবিত্র তিথিতে এই বছরের দীপ সম্মান প্রদান করল প্রখ্যাত অন লাইন সংবাদ সংস্থা ‘২৪× ৭ তাজা সমাচার ।

গত বুধবার দুপুরে বারাকপুর মহকুমার অন্তর্গত ডানলপ মোড়ের নিকটস্থ ‘ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেইজ’ – এর আয়োজিত কালীপুজোকে ‘পরিবেশ বান্ধব’ কালীপুজো রূপে সম্মানিত করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘২৪×৭ তাজা সমাচার’-এর কর্ণধার সপ্তর্ষি বিশ্বাস জানিয়েছেন, “এই বছর আমাদের সংস্থা আয়োজিত ‘কালীপুজো পরিক্রমা’-য় অংশগ্রহণ করার জন্য কোলকাতা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০-এর উপর আবেদন জমা পড়েছিল, তার মধ্যে থেকে পরিক্রমার উপযোগী মোট ২০টা পুজোকে আমরা বেছে নিয়েছিলাম। পরিক্রমার শেষে তার মধ্যে থেকে আমরা মোট ৪ টে পুজো আয়োজক সংগঠনকে পৃথক পৃথক চারটে সম্মানে ভূষিত করলাম।”

‘২৪×৭ তাজা সমাচার’-এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, “এই বছর আমাদের বিচারকগণের বিচারে দমদম রোডের ‘সাউথ দমদম মিত্র সংঘ’ সেরা মণ্ডপ , ‘দমদম এম সি গার্ডেন রোড তরুণ সংঘ’ সেরা ভাবনা ,বেহালার ‘শিবরামপুর ফাইভ স্টার ক্লাব’ সেরা মাতৃপ্রতিমা সহ ডানলপ রবীন্দ্রনগরের ‘ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেইজ’ পরিবেশ বান্ধব পুজো রূপে সম্মানিত হয়েছে।”

বিচারকদের বিচারে ‘পরিবেশ বান্ধব’ সম্মানে সম্মানিত হওয়ার পর ট্রাভেলার্স ক্লাব অ্যাণ্ড হলিডেইজ’-এর কর্ণধার অভিজিৎ চৌধুরী নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, “এই সম্মান পেয়ে আমি অভিভূত।”

‘সাউথ দমদম মিত্র সংঘ’-র তরফে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন বিশ্বজিৎ দে, দমদম এম সি গার্ডেন রোড ‘তরুণ সংঘ’-র তরফে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন আদিত্য বাগুই এবং ‘শিবরামপুর ফাইভ স্টার ক্লাব’- এর পক্ষ থেকে হর্ষোল্লাসের সাথে স্মারক ও শংসাপত্র গ্রহণ করেন টুবাই শর্মা। স্মারক ও শংসাপত্র গ্রহণ করে এঁরা প্রত্যেকেই জানিয়েছেন, “এই ধরনের সম্মান ভবিষ্যতে তাঁদের উদ্যোগ বাড়াতে সহায়ক হবে।”

‘দীপ সম্মান ২০২৪’-এর অন্যতম অংশীদার তথা ‘মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডজ’-এর কর্ণধার কিষাণ আগরওয়াল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, “সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পূজা পরিক্রমা করা হয়েছে।”

অপরপক্ষে ‘দীপ সম্মান ২০২৪’-এর অন্যতম বিচারক তথা ব্যক্তিগত জীবনে খ্যাতিমান আইনজীবী মিন্টু চক্রবর্তী (ঋজু) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রীতি মেনে নিষ্ঠা সহকারে মাতৃমূর্তি আরাধনার পাশাপাশি সমাজ যখন মহিলাকুলকে প্রকৃত সম্মান ও বাস্তবিক সুরক্ষা প্রদান করতে পারবে, সেদিনই মাতৃ আরাধনা সফল হবে।”
‘দীপ সম্মান ২০২৪’ পরিক্রমার শেষে অপর বিচারক তথা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক নারায়ণ রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই পরিক্রমায় অন্যতম বিচারক রূপে থাকতে পেরে আমি গর্বিত।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top