Close

এই অতিমারীতে মানুষের পাশে ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিনিধি:এই অতিমারী পরিস্থিতিতে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে গত কাল থেকে ময়দান অঞ্চলে দুস্থ, অসহায় ও ভবঘুরে মানুষ এবং ময়দানের সব টেন্টে যে কর্মীরা আছেন সকলের মধ্যে খাবার বিতরণ করার ব্যবস্থা শুরু করেছে ইস্টবেঙ্গল ক্লাব।
আর এই ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে প্রতিদিন দুই বেলা করে এক মাস পর্যন্ত চলবে, আর এর পরেও সামগ্রিক পরিস্থিতি যতো দিন না অনুকূল হচ্ছে ততদিন পর্যন্ত এই উদ্যোগ নিয়মিত চলবে ।
ময়দানের সমস্ত টেন্টের মাঠ কর্মীদের সেই মতো খবর দেওয়া হয়েছে । সবাই দুপুর ঠিক ১২ টা থেকে ১২.৩০ এর মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবে এসে তাদের জন্য রাখা খাবার সংগ্রহ করে নিতে পারবেন । সন্ধ্যে বেলাতেও ঠিক এরকমই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । তবে কিছু ক্ষেত্রে তাদের টেন্টে গিয়েও খাবার পৌঁছে দেবার ব্যবস্থা ও করা হয়েছে । আজকে দ্বিতীয় দিনে প্রায় ৫০০ জনের খাবার তাদের সবার মধ্যে বিতরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছেI
ইস্টবেঙ্গল ক্লাব মানুষের সাথে, মানুষের পাশে ।

Leave a Reply

0 Comments
scroll to top