Close

ঋত্বিকা আর্য জুটিতে আসছে ‘প্রথম বারের প্রথম দেখা’


নিজস্ব প্রতিনিধি: অনেকদিন পর এবার একটি বয়ঃসন্ধির মিষ্টি প্রেমের কাহিনি দেখা মিলবে টলিউডে।

নতুুন জুটি ঋত্বিকা সেন ও আর্য দাশগুপ্ত কে নিয়ে পরিচালক আকাশ মালাকার তৈরি করেছেন নতুন ছবি ‘প্রথম বারের প্রথম দেখা’ । এই ছবির শুটিংয়ের কাজ শেষ।ঋত্বিকা তাঁর কারিয়ার শুরু করেন প্রেমের ছবি দিয়ে নাম ‘বরবাদ’ ।


অন্যদিকে আর্যকে সম্প্রতি দেখা গেছে ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে একজন স্কুল ছাত্রীর ভূমিকায়। এছাড়াও পার্ন মিত্রর সঙ্গে কাজ করেছেন ‘বনবিবি’ ছবিতে। এছাড়াও বেশকিছু হিন্দি ও বাংলা সিরিজেও কাজ করছেন তিনি। তবে এই ছবির হাত ধরেই প্রথম নায়কের চরিত্রে দেখা যাবে তাকে। স্কুলপ্রেমের গল্প বলবে ‘প্রথমবারের প্রথম দেখা’ ছবিতে। ভালোবাসার এক নতুন কাহিনি নিয়ে আসবে এই ছবি।

ঋত্বিকা আর্য ছাড়া অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়,তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়,দেবরঞ্জন নাগ,প্রসূন গায়েন,পার্থসারথী চক্রবর্তী, রাজু মজুমদার, সত্যম মজুমদার প্রমুখ।ছবির কাহিনী লিখেছেন বর্নিতা বোস,চিত্রনাট্য ও সংলাপ পিউ ভট্টাচার্য মুখোপাধ্যায়ের।সঙ্গীত পরিচালনার দ্বায়িত্ব সামলাচ্ছেন দেব এ ব্রত।আবহ সঙ্গীত মাহি – ব্রত’র।

Leave a Reply

Leave a comment
scroll to top