নিজস্ব সংবাদদাতা : করোনা আতঙ্কে প্রায় এক বছর বন্ধ স্কুলের দরজা। সবেমাত্র স্কুল খুলেছে, তবে অনুমতি পেয়েছে মাত্র চারটি ক্লাসের ছেলেমেয়েরা – নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। অপেক্ষা করে আছে ছোটরা। কবে আসবে তাদের জন্যে আকাঙ্খিত সেই দিন।
এই রকম এক আবহে শিশু-কিশোরদের নিয়ে সকলের জন্য এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। নেওয়া হচ্ছে বিভিন্ন স্তরে নানা কর্মসূচি।
আজ রবিবার কলকাতার সন্নিকটে উত্তরপাড়া সরকারি আবাসনে শুরু হল সেরকমই এক কর্মযজ্ঞ। আয়োজন করা হয়েছে আকর্ষণীয় বইমেলার। তিন দিনের এই বইমেলায় থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে মজাদার গল্প বলা, নীতি-নৈতিকতার পাঠ। বিভিন্ন ধরনের বই এর সঙ্গে সম্পর্ক গড়ে উঠুক একেবারে ছেলেবেলা থেকে, এই উদ্দেশ্য নিয়েই বইমেলার আয়োজন, জানালেন আবাসনের বরিষ্ঠ আবাসিক গণ। তবে সবকিছু দেখভালের দায়িত্বে আছে কিন্তু ছোটরাই ।