আনন্দ সংবাদ লাইভ : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং আমফান ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে যখন পৌঁছচ্ছেন বিভিন্ন সংগঠন ও মানুষজন, ঠিক তখনই রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। লকডাউন এর কারণে অন্যান্য পরীক্ষার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষা আগামী ২ জুলাই থেকে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আজ পদার্থবিদ্যা বিষয়ে অসাধারণ এক ক্লাসের আয়োজন করেছিল স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। পদার্থবিদ্যার বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষক ড.দেবব্রত মুখার্জি এবং পলাশ ঘোষ। ছাত্র-ছাত্রীদের বহু প্রশ্নের উত্তর দেন এবং ডাউট ক্লিয়ার করেন তাঁরা।
এদিন ক্লাসের আগে ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে উৎসাহিত করতে অনলাইনে হাজির হয়েছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। আরও যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা হলেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর মন্ডল, বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজাম উদ্দিন এবং স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিম উদ্দিন, পান্থ মল্লিক, আনিস পারভেজ প্রমুখ। এদিনের ক্লাস সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক। ক্লাস শেষে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দেন চেয়ারম্যান অধ্যাপক ড আব্দুর রহিম খান এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে প্রস্তুত Physics এর এক সেট প্রশ্নপত্র বিনামূল্যে প্রদান করা হয়। লকডাউন এর এই বিশেষ সময়ে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এই উদ্যোগে ভীষণ খুশি অভিভাবক মহল।