Close

উচ্চ মাধ্যমিকেও সাফল্যের ধারা বজায় রাখলো ঢোলা হাই স্কুল

আনন্দ সংবাদ লাইভ:মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সাফল্যের ধারা বজায় রাখলো ঢোলা হাই স্কুল।২০২০-এর উচ্চমাধ্যমিকে ঢোলা হাই স্কুলে সর্বোচ্চ নম্বর পেল ইমরান হোসেন পিয়াদা।তার প্রাপ্ত নম্বর ৪৬৬।এবছর ঢোলা হাই স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮৬ জন ছাত্রছাত্রী।স্টার পেয়েছে ২৭জন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লস্কর জানালেন,”এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোতেই আশাজনক ফলাফল করেছে স্কুল।”

Leave a Reply

0 Comments
scroll to top