পৃথা ঘোষ: করোনার দাপটে মানুষের স্বাভাবিক জীবনযাপনের রূপরেখা পাল্টে গিয়েছে। এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। সেই কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল পর্ষদ। নতুন রুটিন অনুযায়ী ২৯ জুনের পরিবর্তে ২ জুলাই পরীক্ষা শুরু হবে।
সমগ্ৰ পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছাত্রছাত্রীরা যাতে বাড়ির কাছের কেন্দ্রে ওই সব পরীক্ষা দিতে পারে, সেই বিষয়ে ভাবনা চিন্তা করছে শিক্ষা দপ্তর, প্রয়োজন হলে কলেজেও কেন্দ্র করা হবে। আরও বলা হয়েছে- পরীক্ষার্থীদের মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা দিতে হবে। কোনো পরীক্ষার্থী নিজের পেন অন্যকে দিতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন-উত্তরপত্র বন্টনের সময় শিক্ষকদের মাস্ক এবং গ্লাভস পরতে হবে।
এই আপদকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকদের সমস্যার ওপরেও আলোকপাত করেছে পর্ষদ। শিক্ষকদের নিজেদের বাড়ির কাছের কেন্দ্রেই ডিউটি দেওয়া হবে। তাই প্রধান শিক্ষকদের কাছ থেকে স্কুলের শিক্ষকদের নাম ও ঠিকানা চেয়ে পাঠানো হয়েছে।
তবে কোন কেন্দ্রে পরীক্ষার্থীদের সেন্টার পড়বে তা নির্ধারিত সময়সূচির সাত-দশ দিন আগে ঘোষণা করা হবে।