Close

‘ইয়াস’ বিদ্ধস্ত মানুষের পাশে শিক্ষকদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি:আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন ব্লকের ‘ইয়াস’ বিদ্ধস্ত বিপন্ন পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কুল্পী ও পার্শ্ববর্তী ব্লকের মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতিনিধি দল।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রীতম কুমার হালদার,দেবাশীষ মাইতি,মঙ্গল পুরকাইত,অসিত বরণ ময়রা,শুভ্রাংশু করণ,নারায়ণ বৈদ্য,দেবাশীষ ঘোষ,সুদীপ হালদার ও বিশ্বজিত মাইতি।
সকালে নামখানা ব্লকের হাতানিয়া-দোয়ানিয়া নদী তীরস্থ ইয়াস বিপর্যস্ত সর্বসান্ত ১০০ পরিবারের কাছে বিভিন্ন শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়।


দুপুরে নামখানা ব্লকের শিবরামপুর অঞ্চলের পাতিবুনিয়া গ্রামের ৩০০ বিপন্ন মানুষের দ্বি-প্রাহরিক আহারের ব্যবস্থা করা হয়।খাবারের মেনুতে ছিল ভাত,আলু-পটলের তরকারি ও ডিমের ঝোল।

বিকালে কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের কাল-নাগিনী নদী তীরবর্তী পয়লারঘেরীর ১৪২ নং বুথে ১০০ জন দুর্গত অধিবাসীর কাছে শুকনো খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঐ গ্রাম সভার সদস্যা রীতা রায়।

Leave a Reply

0 Comments
scroll to top