Close

ইয়াস বিধ্বস্ত দুর্গত মানুষের পাশে শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা


নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ২৪ পরগণা,রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর-২ ব্লকের নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর সামন্তপাড়া,নন্দকুমারপুর অঞ্চলের ফিসারীর ঘেরী এবং কুমড়াপাড়া অঞ্চলের সিংঘের ঘেরী,মাইতির ঘেরী, ও উত্তর কুমড়াপাড়াতে  ” ইয়াস ” বিপর্যস্ত দুর্গত অধিবাসীদের নিকট ত্রাণ সামগ্রী পৌঁছে দিল মথুরাপুর-২ ব্লকের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতিনিধি দল।   

 উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার মাননীয় বিধায়ক ডাঃ অলক জলদাতা,মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ভূষণ ভান্ডারী,শিক্ষক প্রীতম কুমার হালদার,নারায়ণ বৈদ্য,দেবাশীষ ঘোষ,জ্যোতির্ময় হালদার, তুহিনশুভ্র মন্ডল,উত্তম মাঝি,ধনঞ্জয় হালদার,পিন্টু কর,গণেশ চন্দ্র মান্না,সত্য জানা দেবাশীষ মাইতি,সুগীপ হালদার প্রমুখ।

Leave a Reply

0 Comments
scroll to top