Close

ইউনাইটেড ন্যাশান্স ৭৫বর্ষঃ আন্তর্জাতিক আলোচনা

ভারতবর্ষ থেকে আমন্ত্রিত ড.বিবেকানন্দ চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি:’ইউনাইটেড ন্যাশান্স ৭৫’ উপলক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ ফাউন্ডেশন’, ১৫ ডিসেম্বর, ২০২০ আয়োজন করেছিলো একটি আন্তর্জাতিক মানের আন্তর্জালিক আলোচনাচক্রের। আলোচনার বিষয় ছিলো, ‘ইন্টারন্যাশনাল গোলস্‌-কুয়ালিটি এডুকেশন-দ্য ফিউচার’। এটির উদ্যোগ গ্রহণ করেছিলেন ‘আই এম আর এফ ইন্সটিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। এই আন্তর্জাতিক আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক (ড.) রত্নাকর ডি. বালা, যিনি এই ফাউন্ডেশানের অধিকর্তা। আমন্ত্রিত অতিথি ও বক্তা ছিলেন সারা বিশ্বের শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনঃ সিনিয়র কনস্যালটেন্ট, ইউনেসকো, ডব্লিউ এম ও অব ইউ এন, জেনেভা, সুইজারল্যান্ডঃ ড.মান্যভা শিভকুমার; ইউনেসকো এক্সপার্ট স্পেশাল এনভয়, মিনিস্ট্রি অব এডুকেশনঃ ড.জগমোহন বাজাজ; প্রফেসর, স্কুল অব ম্যানেজমেন্ট, মা, ফা, লুয়াঙ ইউনিভার্সিটি, চিয়াং রাই, থাইল্যান্ড, ড.চাই চিং ট্যান; ডাইরেক্টর, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অব এনাটমিঃ ড.মঙ্গলা কোহলি; জ্যোতি বিদ্যাপীঠ উওমেন্স ইউনিভার্সিটি, রাজস্থানের ভাইস চ্যান্সেলরঃ ড.রহনঙ্গীজ হায়াতি দাহিয়া। প্রফেসর অব্‌ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, লেভিভ, ইউক্রেনঃ ড.জিনাইদা জিভকো; রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মেদিনীপুর টাউন স্কুল, ভারতবর্ষঃ ড.বিবেকানন্দ চক্রবর্তী। অ্যাসিসটেন্ট ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টঃ ড.ফ্রলিয়ান মোবো; ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল উওমেন্স কাউন্সিল, ইউনাইটেড কিংডামঃ ড.পি.বিজয়া বাণী। এই আন্তর্জাতিক আলোচন সভা থেকে বিশ্বে শিক্ষাক্ষেত্রে যাঁরা বিশিষ্ট অবদান রেখেছেন তাঁদের সম্মানিত করা হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন অধ্যাপক (ড.) রত্নাকর ডি. বালা।

Leave a Reply

0 Comments
scroll to top