By Ramiz Ali Ahmed
বাংলা বিনোদন জগতে নতুন চ্যানেল এন্টার 10 বাংলা।সেই চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘সাগরজ্যোতি’।মিষ্টি গানে মিষ্টি সুরে এক নতুন প্রেমের গল্প ‘সাগরজ্যোতি’।প্রেম,পারিবারিক ড্রামা,রাগ অভিমান সবই থাকছে ‘সাগরজ্যোতি’তে।
সাগরের চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বোস এবং জ্যোতির চরিত্রে অভিনয় করছেন নবনীতা মালাকার।সাগরের মা অর্থাৎ নীলিমা সেন,এই মেগার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।সেই চরিত্রে আছেন চান্দ্রেয়ী ঘোষ।অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিকাশ ভৌমিক(সাগরের বাবা), তনিমা সেন(সুহাসিনী,সাগরের ঠাকুমা),অভিজিৎ সরকার(সাগরের কাকা),শ্রীতমা(পামেলা সেনের চরিত্রে),সায়ন্তনী মল্লিক(উমা রায়চৌধুরী,লিজা(সাগরের বোন),রুম্পা চ্যাটার্জী(জ্যোতির মা),সুজয় সিনহা(জ্যোতির বাবা),রূপসা মন্ডল(জ্যোতির বোন)।মেগাটির পরিচালনা করছেন পাভেল।মেগার সঙ্গীত পরিচালনা করছেন দেবজিৎ রায়,গান লিখেছেন প্রসেন।প্রযোজনায় এসভিএফ।
‘সাগরজ্যোতি’ আসছে ২৩শে আগস্ট থেকে প্রতিদিন ৮ টায় শুধুমাত্র এন্টার 10 বাংলা।
সম্প্রতি ‘সাগরজ্যোতি’ ধারাবাহিকের সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতার একটি পাঁচতারা হোটেলে।সেই সাংবাদিক সম্মেলনের এক্সক্লুসিভ ছবি রইলো আপনাদের জন্য।সাংবাদিক সম্মেলনে এক্সক্লুসিভ ছবি তুলেছেন আনন্দ সংবাদ লাইভ এর প্রধান চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা
রাহুল দেব বোস ও নবনীতা মালাকার(সাগর ও জ্যোতি)
রাহুল দেব বোস(সাগর)
নবনীতা মালাকার(জ্যোতি)
চান্দ্রেয়ী ঘোষ (নীলিমা সেন)
সায়ন্তনী মল্লিক (উমা রায়চৌৌধুরী)
শ্রীতমা (পামেলা সেন)
সুজয় সিনহা ও রুম্পা চ্যাটার্জী (জ্যোতির বাবা মাা
রূপসা মন্ডল ( জ্যোতির বোন)
চান্দ্রেয়ী, নবনীতা,রাহুল