নিজস্ব প্রতিনিধি:এক নতুন গল্প নিয়ে আসতে চলেছে “অজানা ভালোবাসা”,এটি একটি অন্য ধরনের লাভ স্টোরি।
তিতির গাঙ্গুলি
তিতির গাঙ্গুলি,বরুণ সমাদ্দার,শুভায়ন রায় এই তিন জনকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
বরুণ সমাদ্দার
ছবিটি এ বছর একটি জনপ্রিয় ও.টি.টি প্লাটফর্মে মুক্তি পাবে।ছবিটি প্রযোজনা করেছেন শৈলেশ শর্মা।
তিতির
ছবিটি পরিচালনা করছেন শুভ্র চক্রবর্তী।দৃশ্যগ্রহনে শুভদীপ ঘোষ।
শুভায়ন রায়
ছবির সংক্ষিপ্ত কাহিনী এরকম- রেড লাইট এলাকাতে থাকা একটি মেয়ে আর একজন দালালের ভালোবাসা আর ভালো থাকার গল্প । যেখানে কিছু অঞ্জাত কারণবসত তা পূর্ণতা পায় না। একটা সময়ের পর ভেঙেও যায় কিন্তু ভেঙে গিয়ে যে সব কিছু ফিরে পাওয়া যায় তারই গল্প।ছবির শুটিং শুরু হবে সম্ভবত ১৬মার্চ থেকে।