Close

আশাবাদী

ইন্দ্রজিৎ আইচ

হাজার খারাপের মধ্যে কিছু ভালো স্বপ্ন দেখার চেষ্টা করি।


প্রতিদিন শুধু দুঃসংবাদ বয়ে আনে কাছের মানুষের….


আমি আজ আর এসব মনে রাখি না স্বার্থপরের মতন!


সারাদিন আমার চার দেওয়ালে নানা ছবি আঁকি
মনের ক্যানভাসে……….


আমার কবিতায় আর লিখতে চাই না মৃত্যু,

ত্রান,রাজনীতি, আলু থেকে এম্বুলেন্স এর দর কষাকোষী র গল্পগাঁথা।

আমার মন চায় চলে যাই নির্জনতার দেশে,

যেখানে থাকবে গাছপালা, গ্রাম, অরণ্য,পশুপাখি আর নদী।


আপন খেয়ালে থাকবো সেখানে,বাঁচবো নিজের মতন
আমি বড়ো আশাবাদী,

এই পরাধীন দেশের মায়া ছেড়ে চলো চলে যাই স্বপনের দেশে।


সময় বলছে আসবে একদিন সুদিন,

আমার স্বপ্ন হবে সার্থক, যেখানে যা খুশী করবো, গলা ছেড়ে গাইবো ভাটিয়ালী, বাজাবো একতারা


মাটির জালে খাবো ভাত আর রাতে খোলা আকাশের নিচে শুয়ে গুনবো তারা…..


আমি আশাবাদী, আমার জীবনে আসুক ফিরে এরকম একটা দিন।

পথ চেয়ে রইলাম এক মুক্ত দিনের অপেক্ষায়….

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top