Close

আমি নারী

যুথিকা দাশগুপ্ত

আমি নারী —-
আমি দাসী জেনো পুরুষের,
অঙ্গ থেকে সঙ্গ দিতে
আমি বদ্ধ পরিকর,

আমি নারী —
আমার রূপ –আমার শরীর
বাড়ায় তোমার যৌন পিপাসা —
তাই তোমার ক্ষুধার সাম্রাজ্যের
আমি সম্রাজ্ঞী।

আমি নারী —
আমায় প্রতিবাদ করতে নেই —
শুধু মেনে নিতে হয়,
মনে না নিলেও,

আমি নারী —-
আমি অর্ধাঙ্গিনী, পূর্ণতা নেই আমার,
শুধু কাম -লোভ আর স্পর্শে বেঁচে
আমার অস্তিত্ব।

আমি নারী —-
তোমার বংশ রক্ষার্থে ধারণ করি গর্ভে
তোমার দয়ায় দেওয়া দান —
সম্ভোগ সুখের পরে,
পড়ে থাকা কোনো বাসি ফুল,

আমি নারী —-
আমার চরিত্র বিচার করবে সমাজ —
তাই, আমাকে সমবেদনা জানাতে নেই,
জানাতে নেই, সহানুভূতি,
দিতে নেই, পাশে থাকার আশ্বাস,

আমি নারী —
তাই বাধ্য আজও দাসত্বে —
বন্দিনী আজও শৃঙ্খলে,
বর্ণনা আমার সমালোচনায়
চরিত্র বিন্যাসে।

Leave a Reply

0 Comments
scroll to top