Close

আমিও চিনি

যুথিকা দাশগুপ্ত

সহসা বিনা আড়ম্বরে
ফিরেছি নিজের ঘরে
সমাজ সচেতন প্রতিবেশীগণ
বড় উদ্বিগ্ন অনুভবে —–

দফায়-দফায় সভা করেন
চালান আলোচনা,
গৃহবন্দী থাকার তরে
হাজার প্ররোচনা,

অবাধ্য মন , মানেনা বারণ
আকাশ আজও ডাকে
স্বপ্ন দেখার বদভ্যাসে
পড়েছি বিপাকে।

হটাৎ করে পরোপকারী
চেতনা লব্ধ প্রাণী
বন্ধুত্বের মুখোশ এঁটে
করেন অভিনয়, দায়িত্ব সহকারে,

চিনতে যদিবা বাকি ছিলো কেউ
তাকেও চেনালো সময়
আতঙ্ক আর আতঙ্কিত
পড়শির পরিচয়।

স্বার্থ যেন বড় সাবলীল
স্বাভাবিক ভাবে দ্বারে
বক্তব্যে জড়তা রাখেন
অভিনয় সহকারে,

আমিও চিনি –তুমিও চেনো
দৃষ্টিটা শুধু ভিন্ন
“তফাৎ যেন শিরদাঁড়াতে “
স্বভাবে কিছুটা বন্য।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top