Close

আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত

আলাপন রায় : বান্দ্রায় নিজের ফ্লাট থেকে উদ্ধার করা হল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৪ বছর । প্রাথমিকভাবে আত্মহত্যাকে তার মৃত্যুর কারণ হিসাবে অনুমান করা হচ্ছে । কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোনো পোস্টমর্টেম রিপোর্ট । কিন্তু জানা গিয়েছে বহু দিন ধরে অবসাদে ভুগছিলেন বলিউডের নতুন প্রজন্মের এই জনপ্রিয় অভিনেতা । কিন্তু শুধুই কী অবসাদগ্রস্ত জীবন ? নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্যজনক কারণ? এ ব্যাপারে পুলিশি নজরদারী চলছে । ২০০৮ সালে প্রথম সিরিয়ালে মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু । এরপর ‘ছিছোড়ে’, ‘রবতা’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘কেদারনাথ’, ‘ব্যোমকেশ’, ‘মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকের মতো দুর্দান্ত ছবিতে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা বানিয়ে নেন এই তরুণ অভিনেতা । তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকাস্তব্ধ তার সহকর্মী এবং অনুরাগীরা ।

Leave a Reply

0 Comments
scroll to top