নজরুল ইসলাম, মালদা :
১৩/৮/১৮৪৮ঐতিহাসিক ও সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত জন্মগ্রহণ করেন ।
১৩/৮/১৮৮৮খ্রিস্টাব্দে প্রযুক্তিবিদ জন লগি বেয়ার্ড জন্মগ্রহণ করেন ।
১৩/৮/১৯১০খ্রিস্টাব্দে ইতালি ও ব্রিটিশ সেবিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেল প্রয়াত হন ।
১৩/৮/১৯২৬খ্রিস্টাব্দে কিউবার প্রধান ফিদেল কাস্ত্রো জন্মগ্রহণ করেন ।
১৩/৮/১৯৩২খ্রিস্টাব্দে পন্ডিত শিক্ষাব্রতী কৃষ্ণকমল ভট্টাচার্য প্রয়াত হন ।
১৩/৮/১৯৪৬খ্রিস্টাব্দে ব্রিটিশ সাহিত্যিক এইচ জি ওয়েলস প্রয়াত হন ।
১৩/৮/১৯৬১ অভিনেতা সুনীল শেঠি জন্মগ্রহণ করেন ।
১৩/৮/১৯৬৩খ্রিস্টাব্দে অভিনেত্রী শ্রীদেবী জন্মগ্রহণ করেন ।
১৩/৮/১৯৭৭ খ্রিস্টাব্দে অভিনেত্রী মলিনা দেবী প্রয়াত হন ।
১৩/৮/১৯৬০খ্রিস্টাব্দে সেন্ট্রাল আফ্রিকান ফ্রান্সের শাসন থেকে মুক্তি লাভ করে।
১৩/৮/১৮৯৯খ্রিস্টাব্দে ব্রিটিশ চিত্র পরিচালক অ্যালফ্রেড হিস কক জন্ম গ্রহণ করেন ।
১৩/৮/১৯৭৫খ্রিস্টাব্দে প্রাক্তন পাকিস্তানী ক্রিকেট তারকা শোয়েব আখতারের জন্ম হয় ।
১৩/৮/১৭৮৪খ্রিস্টাব্দে পার্লামেন্টে পিটের ভারত শাসন আইন পাশ হয় ।
১৩/৮/১৭৯৫খ্রিস্টাব্দে রানী অহল্যা বাই প্রয়াত হন ।
১৩/৮/১৯৩৬খ্রিস্টাব্দে ভারতের বিপ্লববাদের জননী মাদাম কামা প্রয়াত হন ।
১৩/৮/১৯৬৩খ্রিস্টাব্দে বিজ্ঞানী শিশির মিত্র প্রয়াত হন ।