নজরুল ইসলাম,মালদা
আজকের দিনটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকার কারণ:
১৬৩৭খ্রিস্টাব্দে আজকের দিনে ইংরেজ সাহিত্যিক বেন জনসন প্রয়াত হন।
১৮০৯ খ্রিস্টাব্দে আজকের দিনে ইংল্যান্ডের কবি আলফ্রেড জন্মগ্রহণ করেন ।
১৮০৯খ্রিস্টাব্দে লন টেনিস জন্মগ্রহণ করেন ।
১৮৭৩খ্রিস্টাব্দে কিশোরী চাঁদ মিত্র প্রয়াত হন ।
১৮২৫খ্রিস্টাব্দে বলিভিয়া স্থানীয় শাসন থেকে মুক্ত হয় ।
১৮৮১খ্রিস্টাব্দে পেনিসিলিন এর আবিষ্কার কর্তা আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেন ।
১৯০৬খ্রিস্টাব্দে সাপ্তাহিক বন্দে মাতরম পত্রিকা প্রথম সম্পাদক বিপিনচন্দ্র পাল ।
১৯২৫খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রয়াত হন ।
১৯৪৫খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা তে আমেরিকা পরমাণু বোমা নিক্ষেপ করে ।
১৯৬২খ্রিস্টাব্দে জামাইকা ব্রিটিশ শাসন মুক্ত হয় ।
১৮৯৫খ্রিস্টাব্দে নট সূর্য অহীন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন ।
১৯২৬খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম মহিলা গার্ড রুট এডাল ইংলিশ চ্যানেল পার হন ।
১৯৬৪খ্রিস্টাব্দে পৃথিবীর প্রাচীনতম গাছ প্রমিথিউস কেটে ফেলা হয় ।