Close

আজকের দিনে

By Nazrul Islam,Malda

ঘটনাবলি

১৭৭৫ সালের এই দিনে প্রহসনমূলক বিচারে অভিযুক্ত মহারাজ নন্দকুমারের ফাঁসি কার্যকর।

১৮৯২ – ‘দি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।

১৯০৫ – বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।

১৯১৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।

১৯২২ – জার্মানি ত্যাগ করে আইনস্টানের আমেরিকায় আশ্রয় গ্রহণ।

১৯২৪ – তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।

১৯৬০ – আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬২ – নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরিন হন। ১৯৯০ সাল পর্যন্ত তাকে জেলখানায় কাটাতে হয়।

১৯৬৩ – ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৪ – উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।

১৯৬৫ – পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৭৭ – ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী আমির আব্বাস হোয়াইদাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়।

২০০২ – স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০৩ – ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়।

জন্ম

১৮০২ সালের এই দিনে নরওয়ের বিখ্যাত গণিতবিদ নাইলস হেনরিক এবেল জন্মগ্রহণ করেন।

১৮৫০ সালের এই দিনে বিশ্বখ্যাত ফরাসি গল্পকার গি দ্য মোপাসাঁর জন্ম।

১৮৮৯ – ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক কমরেড মুজাফ্ফর আহমেদ।

১৯৩০ – নীল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, প্রথম মানুষ যিনি চাঁদে অবতরণ করেন।

১৯৩১-গীতা দে, অভিনেত্রী।

১৯৪২-কেয়া চক্রবর্তী, অভিনেত্রী।

১৯৬৮ – মারীন ল্য পেন, ফরাসি রাজনীতিবিদ।

১৯৬৯-ভেঙ্কটেশ প্রসাদ, ভারতীয় ক্রিকেটার।

১৯৭৫ – কাজল , অভিনেত্রী।

মৃত্যু

১৮৯৫ – সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিক এঙ্গেলস।

১৯৫০-অসমীয়া নেতা এবং ভারতরত্ন গোপীনাথ বরদলই প্রয়াত।

১৯৫০-সতীশ চন্দ্র রায় চৌধুরী, জননেতা।

২০০০-স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথ প্রয়াত।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top