Close

আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল

আলাপন রায় : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল অথাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। সকাল ১০ নাগাদ বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যাবে পরীক্ষার ফলাফল। তবে আগামীকাল মার্কশিট দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে রেজাল্ট,এ কথাও জানান তিনি। পর্ষদ সূত্রে খবর, ২২ -২৩ জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য।১৭ জুলাই শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফল।বৃহস্পতিবার প্রকাশ হতে চলেছে মাদ্রাসার ফলাফল।
মোট ১৪ টি ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে এবার। এর মধ্যে প্রধান ওয়েবসাইটগুলি হল-
www.wbbse.org,
http://webresults.nic.in
www.exametc.com
এসএমএস এর মাধ্যমেও ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।এসএমএস-এ রেজাল্ট জানতে-
WB10roll no লিখে পাঠাতে হবে 5676750-এই নম্বরে।
সকাল ১০টায় ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন বোর্ড সভাপতি। সাড়ে দশটা থেকে ছাত্রছাত্রীরা নিজস্ব নম্বর জানতে পারবে।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এই ভয়াবহ পরিস্থিতিতে যাতে অভিভাবকরা একসাথে ভিড় না জমান সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে, প্রয়োজনে ধাপে ধাপে অভিভাবকদের ডাকা হবে মার্কশিট সংগ্রহের জন্য।
কোয়ারেন্টাইন স্কুলগুলিতে কীভাবে মার্কশিট বিলি করা হবে কিংবা একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া কিভাবে চলবে আগামিকালই সে বিষয়ে যাবতীয় গাইডলাইন দেবেন পর্ষদ । কতজন করে শিক্ষক রেজাল্ট বিলি করবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট স্কুল কতৃপক্ষ। উল্লেখ্য, এ বছর ১০ লক্ষ ১৬ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছেন।

Leave a Reply

0 Comments
scroll to top