আনন্দ সংবাদ লাইভ:কবে স্কুল খুলবে তাই নিয়ে চিন্তিত অবিভাবকমহল।সেই চিন্তার কিছুটা অবসান হল।কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন আগস্টের পর খুলবে স্কুল।
মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ স্কুল কলেজ। দেশের ৩৩ কোটি ছাত্রছাত্রী তাদের শিক্ষা নিয়ে সংশয়ে ছিল। আগে ভাবা হয়েছিল, জুন মাসের শেষে ৩০ শতাংশ উপস্থিতি নিয়ে স্কুল খোলা হবে। অষ্টম শ্রেণীর নীচের পড়ুয়ারা থাকবে বাড়িতেই। আরও ঠিক হয়েছিল, গ্রিন ও অরেঞ্জ জোনের শিক্ষাপ্রতিষ্ঠান আগে খুলবে। কম ছাত্রছাত্রী নিয়ে সামাজিক দূরত্ব মেনে দুই শিফটে চলবে পড়াশোনা। কিন্তু ক্রমেই করোনা পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। রমেশ পোখরিয়াল জানান, সম্ভবত ১৫ আগস্টের পর খোলা যেতে পারে স্কুল কলেজ।যদিও স্কুল-কলেজ খুললেও করোনা সংক্রমণ এড়াতে চূড়ান্ত সতর্কতা মেনে চলতে হবে। একটি সূত্রের মতে, সংক্রমণ এড়াতে স্কুলের শিক্ষকদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক করা হবে। সেই সঙ্গে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে স্কুল-কলেজ কর্তপক্ষকে। পাশাপাশি, পড়ুয়াদের মধ্যে শারীরিক দূরত্ব বজার রাখার কথাও বলা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি।আগে হয়ে যাওয়া পরীক্ষাগুলির সব রেজাল্ট ১৫ আগস্টের মধ্যে প্রকাশ করার চেষ্টা হচ্ছে বলেও তিনি জানান। এরইমধ্যে সিবিএসই পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১৫ জুলাই। আইসিএসই এবং আইএসসি পরীক্ষা হওয়ার কথা ১ জুলাই থেকে ১২ জুলাই। নিট পরীক্ষা হবে ২৬ জুলাই, জয়েন্টের পরীক্ষা ১৮ থেকে ২৩ জুলাই।উচ্চমাধ্যমিক পরীক্ষা ২,৬ ও ৮ জুলাই হবে।