Close

আগমনী গানে ঋদ্ধি বন্দোপাধ্যায়

আনন্দ সংবাদ লাইভ :পঞ্চকবির গান খ্যাত সংগীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায় মহালয়ার পূণ্য লগ্নে প্রকাশ করলেন আগমনী গান “গণেশ আমার শুভকারী”।দাশুরথী রায় এর কথায়-সুরে গানটি একটি প্রচলিত আগমনী গান। পুজো আসার আমেজ গানে ধরা পড়ল ঋদ্ধি বন্দোপাধ্যায়ের উদ্যোগে,সঙ্গে গাইলেন তাঁর ছাত্রীরা ইন্দ্রাণী বসু,শুভ্রা চৌধুরী, শর্মিলা গুহ, অনুপমা সরকার। পঞ্চকবির গানের পাশাপাশি ঋদ্ধি পুরাতনী বাংলা গান, বাংলা নাটকের গানও দেশে-বিদেশে পরিবেশন করেন। ঋদ্ধি বন্দোপাধ্যায় এই বিষয়ে জানালেন,” বাংলার পুরনো গান নতুন প্রজন্মের কন্ঠে ধরা থাক।এই চর্চার জন্য এমন গান প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে।আমাদের পরবর্তী প্রজন্মের এই গান সম্পর্কে জানা প্রয়োজন।”
ঋদ্ধি আরো বলেন,”আমাদের আকাডেমি থিয়েটারের আর্কাইভে এমন অনেক গান আছে যা নিয়ে গবেষণা মূলক কাজ করা হয়ে থাকে।গান গাওয়ার পাশাপাশি গবেষণার দিকটাও আমরা গুরুত্ব দিই।এতে গানের নেপথ্যে থাকা বহু অজানা তথ্য জানা যায়।” গানটি ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক আকাডেমির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top