Close

আওয়ার অবলম্বন এর উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : আওয়ার অবলম্বন এর উদ্যোগে নৈটি গ্রামে সিদ্ধেশ্বর মেমোরিয়াল মেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় এলাকার ছাত্র ছাত্রীদের শীত বস্ত্র প্রদান করা হয় সাতই জানুয়ারি রবিবার। সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ ধাড়া, প্রধান অতিথি ছিলেন ডা: পি, সি, মণ্ডল এর সুযোগ্য সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল। স্বাগত ভাষন দেন সংস্থা র
সম্পাদক সেই মুজিবর রহমান। তিনি এই সংস্থা র জন্য ভারত বিখ্যাত ডা: পি, সি, মণ্ডল বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন মীরাক্কেল খ্যাত ফটিক পুরকাইত, শিক্ষক সন্দীপ সিংহ, শিক্ষানুরাগী রফিকুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক শওকত আলি মণ্ডল এবং সাংবাদিক নৌশাদ মল্লিক। ডা: পি, সি, মন্ডল কে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন রাধাকান্ত কর্মকার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সভাপতি আব্দুল গফ্ফর।

Leave a Reply

Leave a comment
scroll to top