Close

আওয়ার অবলম্বনের রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি: হুগলির হরিপালের আওয়ার অবলম্বনে সেবা সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে ২৯ শে জুন রবিবার এক বিরাট রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, রক্তদান মহৎ দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের এই মহান কর্তব্যে এগিয়ে আসা দরকার। স্বাগত ভাষণে সংস্থার সম্পাদক মুজিবর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সভাপতি আব্দুল গফফার।

বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক নৌশাদ মল্লিক, মাদ্রাসা শিক্ষা সমিতির সাজ্জাদ হোসেন, কেজিয়ান মার্বেলের কর্ণধার শেখ সিরাজুল হক, অধ্যাপক মৈনাক দে, হরিপাল থানার ওসি অরুপ কুমার মন্ডল, সংগীত পরিবেশন করেন রাজীব মল্লিক ও সম্প্রদায় এবং পরমেশ্বর টুডু, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুষার শুভ্র ঘোষ।

Leave a Reply

Leave a comment
scroll to top