Close

অ্যাঞ্জেল ভিডিও এবং ডিজিটাল-এর প্রতিষ্ঠাতা প্রয়াত

নিজস্ব প্রতিনিধি:বুধবার সিনেমা প্রেমীদের কাছে খুব খারাপ একটা দিন।এদিন প্রয়াত হয়েছেন বলিউডের ‘ট্রাজেডি কিং’ দিলীপ কুমার।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ছিল বিনোদন দুনিয়া।সেই দিনই বাংলার বুকে আরেকটি শোকের খবর।এদিনই প্রয়াত হলেন অ্যাঞ্জেল ভিডিও ও ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম প্রতিষ্ঠাতা রতনলাল তাঁতিয়া।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলা চলচ্চিত্রজগতে তার অবদান অতুলনীয়। প্রায় চার দশক ধরে বাংলা বিনোদন জগতের অন্যতম কান্ডারি ছিলেন শ্রী রতন লাল তাঁতিয়া।একজন মাড়োয়ারী হয়েও বাংলা চলচ্চিত্রের প্রতি তার ভালবাসা শ্রদ্ধার জন্য তিনি প্রতিটি বাঙালির বুকে চির স্মরণীয় হয়ে থাকবেন। প্রায় চার দশক ধরে তিনি প্রতিটি বাঙালির টেলিভিশন স্ক্রিনে এবং তাদের মনে বিচরণ করেছেন। অ্যাঞ্জেলের সেই হলুদ রঙের এবং পিছনের সবুজ রঙের সুন্দর লোগোটি আজও জ্বলজ্বল করছে বাঙালির মনে। বাংলা ছবির প্রতি তাঁর এই অবদান প্রতিটি বাঙালি সগৌরবে মনে রাখবে।

Leave a Reply

0 Comments
scroll to top