Close

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে আসানসোলে পাঁচ হাজার মানুষের মধ্যে শরবত বিতরণ

গোপাল দেবনাথ : অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সারা বছর ধরেই মানুষের সেবায় নিয়োজিত থাকে। এই দেশে যত গুলো হিউম্যান রাইটস সংস্থা আছে তাদের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। কয়েক বছর ধরে দুঃস্থ ও নিরন্ন মানুষের মুখে একবেলা করে আহার তুলে দিচ্ছে এই সংস্থা। এই বছরে মাত্রা ছাড়া গরমে মানুষ খুবই কষ্ট পেয়েছে এবং এখনো পাচ্ছে। এই গ্রীষ্মের দাবদাহের কথা মাথায় রেখে আসানসোল শহরের মানুষকে একটু স্বস্তি দিতে আজ রবিবারের দিনে আসানসোলের গোপালপুর এ প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে
আম পান্না শরবত বিতরণ করা হলো। সঙ্গে ছিল গুড় বাতাসা। এদিনের পানীয় বিতরণের অনুষ্ঠান মঞ্চে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী বলেন আমরা সারা বছর ধরেই মানব সেবায় নিয়োজিত থাকি। আমরা সকলেই জানি গ্রীষ্মের দিনে জল দান মহৎ দান। সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিল। আগামীদিনেও এই ধরণের মানব সেবায় আমরা ব্রতী থাকবো। এই অনুষ্ঠান কে সার্বিক ভাবে সফল করার জন্য  বুম্বা বাবু এইদিনে কিছু মানুষ কে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা হলেন সুপ্রদীপ মুখার্জী, মৃনাল দত্ত, মেমো দে, মনেশ ভার্মা, আকাশ মুখার্জী, অমর জিৎ দেব শর্মা, বিনয় রজক, সচিন রাজা, উজ্জ্বল ঘোষ এবং দেবব্রত সিনহা। 

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top