নিজস্ব প্রতিবেদক :সদ্য বিবাহিত শুভ ও সোহাগকে কিছু দুষ্কৃতি রাস্তার উপর মারধর করে ও সাথে সোহাগকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় কলকাতার কোনো এক পতিতালয় এ। শুভ তার শশুর , পুলিশ বন্ধু ও আইনজীবীর পরামর্শে সেই পতিতালয় ই যায় কাস্টমার সেজে । সেখানে পরিচয় হয় আয়েশার সাথে । শুভ , আয়েশাকে পুরোটা জানায় ও তার বউকে খুঁজে দেওয়ার আরজি রাখে তার কাছে । আয়েশা এই কথা শুনেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় কিন্তু পরে শুভর প্রতি কিছুটা সফট কর্নার তৈরি হয় তার মনে । শুরু হয় স্রোতের বিপক্ষে গিয়ে সাঁতার কাটা । আয়েশা কি সফল হবে ? শুভ কি পারবে তার বউ সোহাগকে ফিরিয়ে নিয়ে যেতে এই নরক থেকে ???

জানতে হলে সাথে থাকতে হবে ও Digimax Creation এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ।

‘আলো ছায়ার উপাখ্যান’ কাহিনি লিখেছেন কোয়েল মজুমদার,পরিচালনা করেছেন অরুনিমা দে, প্রযোজনায় রতন ঝাওয়ার। অভিনয় করেছেন-অর্পিতা দত্ত চৌধুরী, শুভদীপ চক্রবর্তী, মেঘা সিকদার, অরুনিমা দে, দেবযানী ঘোষ, রতন ঝাওয়ার, সোমনাথ শর্মা প্রমুখ। সঙ্গীত পরিচালনা ও সৃজনশীল পরিচালক সুজিত সাহা, গান গেয়েছেন সহেলি চক্রবর্তী।সম্প্রতি রোটারি সদনে ছবিটির ট্রেলার লঞ্চ হয়ে গেল ছবির কলাকুশলি ও বিশেষ অতিতিদের উপস্থিতিতে।









ছবি :বিশ্বজিত সাহা
