Close

অরিন্দম ভট্টাচার্যর সাইকোলজিক্যাল থ্রিলার ‘অন্তর্ধান’ মুক্তি পেতে চলেছে ১০ ডিসেম্বর

✍️By Ramiz Ali Ahmed
‘অন্তর্লীন’, ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’-এর পর পরিচালক অরিন্দম ভট্টাচার্যর তৃতীয় ছবি ‘অন্তর্ধান’ও থ্রিলার প্রেমী। অরিন্দমের এবারের সাইকোলজিক্যাল থ্রিলারের পটভূমি হিমাচল প্রদেশের কসৌলি।

অনির্বাণ (পরমব্রত চট্টোপাধায়)ও তনুশ্রীর (তনুশ্রী চক্রবর্তী) কিশোরী কন্যা জিনিয়াকে(মোহর চৌধুরী) নিয়ে ছবির গল্প।মা বাবার সঙ্গেই হিমাচল থাকে জিনিয়া।

সবকিছুই ঠিকঠাক চলছিল,হঠাৎই তাদের জীবনে নেমে আসে একটা বিপর্যয়।কিডন্যাপ হয়ে যায় জিনিয়া।আর জিনিয়ার এই ‘অন্তর্ধান’ রহস্যকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প।

আগের দুটির মতো অরিন্দমের ‘অন্তর্ধান’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মমতা শঙ্কর। অনির্বাণ-তনুশ্রী’র প্রতিবেশী তিনি। জিনিয়া-অন্তর্ধান তদন্তের দায়িত্বে রয়েছেন সি আই ডি অফিসার নীলাদ্রি সেন।

চরিত্রটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত।ছবিতে দেখা যাবে হর্ষ ছায়াকেও।ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শঙ্কর।গান লিখেছেন বিশ্বদ্বীপ বিশ্বাস।

ছবিটি প্রযোজনা এনআইএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও আটোমেশন গ্রূপের।ছবিটি মুক্তি পেতে চলেছে ১০ ডিসেম্বর ২০২১।

ছবি:প্রকাশ পাইন

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top