Close

অয়ন সেন ও শ্বেতা বসুর ছবিতে আবৃত্তি করলেন জগন্নাথ বসু ও উর্মীমালা বসু

নিজস্ব প্রতিবেদক:অয়ন সেন ও শ্বেতা বসুর ছবি “মহানগরী থেকে দূরে” ছবির ডাবিং এর কাজ শেষ হলো। শেষ দিন আবৃত্তি করতে এলেন শ্রী জগন্নাথ বসু ও উর্মীমালা বসু। সিনেমার গল্পটি আধুনিক হলেও খুব সহজেই সেতু তৈরী করতে পারে গত একশো বছর বা আগামী একশো বছরের সাথে|

মেয়েদের সমস্যার কথা নিয়ে সিনেমা হলেও নারীবাদী নয় বরং মানবতাবাদী বিষয় বলা যেতে পারে| অসূর্যস্পর্ষা নারী শ্বশুরবাড়ীতে সেই যে ঢুকত বেরোতো একদম শশ্মান যাত্রায়| কিন্তু রবীন্দ্র নাথের বিন্দু তো তা করেনি| সে তার পাগল স্বামীকে ছেড়ে চলে এসেছিল | যদিও একটুও ঠাঁই হয়নি তার কোথাও| শ্বশুরবাড়ী ফেরার চেয়ে আত্মহনন তার কাছে সহজ মনে হয়েছিল| আজও বিন্দুদের কোনো পরিবর্তন হয়নি| যদিও যুগ অনেক বদলেছে| তবু বিন্দুদের ক্ষেত্রে এখনও করুন সুর ই বাজে| বিন্দুর দেখা মিলবে মহানগরী থেকে দূরে সিনেমায় যা অতি যত্নে লালন করেছেন পরিচালক যুগল শ্বেতা ও অয়ন| বিষয় এমনই যে প্রত্যেক মানুষ নারী পুরুষ নির্বিশেষে নিজেকে বিষয়ের সাথে যুক্ত করতে পারবেন |

ভাস্বর চ্যাটার্জী, জয় সেনগুপ্ত, শ্রাবনী ঘোষ, ভাস্কর ব্যানার্জী, লিলি চক্রব্তী , সুমিতা ,তমাল রায় চৌধুরী, অরুন্ধতী দে, মনীষ চক্রবর্তী এবং আরও অনেকের অসাধারন অভিনয় আমরা আগামী দিনে দেখব| আর গান আছে মোট তিনটি| সুরজিত চ্যাটার্জীর কথা ও সুরে সুরজিত দা নিজে এবং ইমন চক্রবর্তী ও প্রস্মিতা পাল অসাধারন গান গেয়েছেন | গল্পটির মূল ভাবনা এবং তিনটি গান ই পরিচালক দ্বয়ের ভাবনা প্রসূত যা আগামী দিনে রিলিজ এর পূর্ণ সম্ভাবনা রয়েছে|

Leave a Reply

0 Comments
scroll to top