Close

অমিত কুমারের নতুন হিন্দি গান “পাপ কা ঘড়া”

আনন্দ সংবাদ লাইভ :পুজোর আগে নতুন গান প্রকাশ এক পুরোনো প্রথা।নতুন বাংলা গান পুজোর আবহ তৈরি করে।অমিত কুমার নিজের অনলাইন মিউজিক কোম্পানি কুমার ব্রাদার্স মিউজিক এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করলেন নতুন হিন্দি সিঙ্গেল “পাপ কা ঘড়া“।গানটার সুর শিল্পীর নিজের।
গাটনা আজকের সময়ের সাথে যুগোপযোগী।অমিত কুমার জানালেন,” গানটা তিন বছর আগে বানিয়েছিলাম।তখন তো এটা ভেবে সুর করিনি যে করোনা হবে,এমনকি ইন্ডাস্ট্রিতে নানা ধরনের সমস্যা চলছে সেগুলোও ভাবিনি।কিন্তু বলা যায় গানটা এই সময়ের সাথে খাপ খেয়ে গেছে।”বলিউড এর সমস্যা নিয়ে বলতে গিয়ে বললেন,”দেখুন সমস্যা তো সব প্রফেশন এই আছে।তার মধ্যে থেকেও বাঁচতে তো হবে।”গান নিয়ে অমিত আরো বলেন,”গানটা লীনা জির লেখা যেখানে পাপ শব্দটা খুব গুরুত্বপূর্ণ।খুবই মিনিংফুল লেখা।আমার হারমোনির উপর কাজ করতে ভীষণ ভালো লাগে।এই গানটাও হারমোনি নির্ভর ভীষণ ভাবে।আসা করি সবার ভালো লাগবে।”

Leave a Reply

0 Comments
scroll to top