আনন্দ সংবাদ লাইভ :৩৭ টি আর্টিস্ট নিয়ে তৈরী হলো একটি ছবি,যার নাম -‘আতংক’। এই ছবির বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি আর্টিস্ট যে যার নিজের ঘরে বসে তাদের মোবাইল দিয়ে শুটিং করেছে। এক রহস্যময় ঘটনা নিয়ে তৈরী এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন বাংলা সিনেমার এক সফল পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেত্রী শিউলী রামানি গোমস। পরিচালনার পাশাপাশি তিনি এই ছবির মূখ্যচরিত্রে অভিনয়ও করেছেন। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি ছবিটির এডিটিং করেছেন বাদশা খান ছবি খ্যাত পরিচালক, নায়ক ও চিত্রনাট্যকার দেবরাজ ব্যানার্জী।
‘আতংক’ ছবিটি বাংলা ছবির জগতে এক নতুন ধারণার সৃষ্টি করলো যে ঘরে বসে এক ঝাঁক শিল্পী নিয়ে এইভাবেও ছবি তৈরী করা সম্ভব।
এই ছবিতে স্বনামধন্য কিছু পরিচালক এবং সাংবাদিক ও চিত্রসাংবাদিক ব্যক্তিত্বরাও অভিনয় করেছেন। তাদের এই সম্পূর্ণ সহযোগিতাও ছবিটিকে তৈরী করতে সাহায্য করেছে। ছবিটিতে বিশেষ সহযোগিতা করেছেন মৃত্যুঞ্জয় রায়।
‘আতংক’-তে যেসব আর্টিস্টরা আছেন-
1) শিউলী রামানি গোমস
2) দেবরাজ ব্যানার্জী
3) শুভ ব্যানার্জী
4) মৃত্যুঞ্জয় রায়
5) মিস জিনজা
6) দীপ দাস
7) সাত্যিকি চৌধুরী
8) বিমল দে
9) সমাপ্তি রায়
10) আংশি সাহু
11) স্বপন মাহাতো
12) সন্তোষ মাহাতো
13) ত্রিদিব ঘোষ
14) শুভজিত কড়েয়া
15) আনন্দ মোহন দে
16) প্রবাল বিশ্বাস
17) সিদ্ধার্থ রায়
18) নাড়ুগোপাল মন্ডল
19) অভিজিত ভট্টাচার্য্য
20) প্রিয়াঙ্কা হালদার
21) বেলা ব্যানার্জী
22) কুমার অভিজিত
23) জয়ন্ত পারবত
24) লরেন্স গোমস
25) নুপুর মুখার্জি
26) পৌলমী
27) চিত্রলেখা ব্যানার্জী
28) অলোক চ্যাটার্জী
29) সোনিয়া চক্রবর্তী
30) বিজয় শেঠ
31) ডলি শেঠ
32) শুভম দা
33) চয়ন মুখার্জি
34) তুষার কান্তি চক্রবর্তী
35) সুশান্ত স্যার
36) অভিজিত মন্ডল
37) রাজীব বিশ্বাস