Close

অন্বেষার ব্লেন্ড অফ ফ্যাশন এবং স্টাইল

নিজস্ব প্রতিনিধি: সামনেই দুর্গা পুজো।আর দুর্গা পুজো মানেই বাঙালিদের নতুন ডিজাইনের জামাকাপড় কেনা।আর নতুন ফ্যাশন কি বেরিয়েছে সেগুলো খুঁজে বার করা। আর তাই সব বয়সের ফ্যাশন নিয়ে সবার কাছে চলে এসেছে অন্বেষার ব্লেন্ড অফ ফ্যাশন এবং স্টাইল।
অন্বেষা ব্লেন্ড অফ ফ্যাশন,এক্সটা হাইটস,৫৬,রাজা এস সি মল্লিক রোড,যাদবপুরে একটি প্রাক – পুজো প্রদর্শনীর আয়োজন করেছেন। এই প্রদর্শনীতে আছে হ্যান্ডলুম শাড়ি, সিল্ক শাড়ি, ডিজাইনার শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন ড্রেস, হস্তনির্মিত আনুষাঙ্গিক এবং বাড়ির সাজসজ্জার আইটেমগুলি থেকে শুরু করে আরো অনেক কিছু। আর দাম সবার সাধ্যের মধ্যে। প্রদর্শনী চলবে ২০ এবং ২১ তারিখ পর্যন্ত, সময় দুপুর ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

Leave a Reply

0 Comments
scroll to top