Close

অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট “বঙ্গ কৃতি সম্মান ২০২৪, সিজন ২”

নিজস্ব প্রতিবেদক:টেলি অভিনেত্রী পায়েল সরকারের উদ্যোগে সম্প্রতি এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল “বঙ্গ কৃতি সম্মান ২০২৪, সিজন ২”।যেখানে সন্ধ্যা থেকে বসেছিল চাঁদের হাট । এই অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমারের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- বঙ্গ কৃতি সম্মান” তুলে দেওয়া হয় । এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।তাঁকেও “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-বঙ্গ কৃতি সম্মান” তুলে দেওয়া হয়। সুপারস্টার জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে “বেস্ট লিডিং অ্যাক্ট্রেস ২০২৪- বঙ্গ কৃতি সম্মান” তুলে দেওয়া হয় ।

এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকারকে “বেস্ট প্রমিনেন্ট অ্যাক্ট্রেস-বঙ্গ কৃতি সম্মান” তুলে দেওয়া হয়। অমর সঙ্গী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্যকে “বেস্ট টেলিভিশন অ্যাকটর- বঙ্গ কৃতি সম্মান” তুলে দেওয়া হয়।

সর্বোপরি “আনন্দি ” ধারাবাহিকের প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তকে “বেস্ট এন্ট্রপ্রেনোর- বঙ্গ কৃতি সম্মান ” তুলে দেওয়া হয়।

Leave a Reply

0 Comments
scroll to top