নিজস্ব প্রতিনিধি:নজির গড়লেন যুব তৃণমূল নেতা, বাংলার জন্য এনে দিলেন অনন্য সম্মান ৷ শিক্ষাক্ষেত্রে ও সমাজসেবায় অবদানের জন্য কুন্তল ঘোষ পেলেন একটি নামী সংবাদ সংস্থার পক্ষ থেকে অনন্য সম্মান৷ কুন্তল ঘোষের হাতে এই সম্মান তুলে দেন অভিনেত্রী কোয়েল মল্লিক ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোরা ফতেহি। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীর ৷
কুন্তল ঘোষ বাংলার ছেলেমেয়েদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান৷ লিটল অ্যাঞ্জেল অ্যাকাডেমিতে অত্যন্ত স্বল্পমূল্যে শিশুরা শিক্ষালাভ এর সুযোগ পায়৷ অন্যদিকে উচ্চশিক্ষার জন্য তিনি হুগলি জেলায় স্থাপন করেছেন ইন্দ্রাণী দেবী বি এড কলেজ। এছাড়া হুগলি কলেজ অব এডুকেশন, বঙ্গীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এর দায়িত্ব সামলান কুন্তল ঘোষ৷
তবে শিক্ষার পাশাপাশি খেলাধূলার প্রতিও তার আগ্রহ৷ বাংলার ছেলেমেয়েরা বিশ্বের দরবারে খেলার সুযোগ পান এটাই তার একমাত্র লক্ষ্য৷ ভলিবল, হ্যাণ্ডবল খেলায় বাংলার ছেলেমেয়েদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য মানবাধিকার সুরক্ষা ফোরামের জয়েন্ট সেক্রেটারি, হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস এর জেনরেল সেক্রেটারি কুন্তল ঘোষ৷ একাধিক বাংলা পত্র পত্রিকার সম্পাদক কুন্তল ঘোষ৷ তাঁর প্রোডাকশন হাউসের নাম Nabakatha Initiative. এবং একটি এনজিও চলে তাঁর আনুকুল্যে৷
করোনা আবহে তিনি গঠন করেন সবুজ সঙ্গী। বাড়ি বাড়ি খাবার বিতরণ থেকে শুরু করে করোনা আক্রান্ত মানুষকে নিজে হাতে পুষ্টিকর হালিম বানিয়ে ঈদের দিন উৎসব পালন আবার আসানসোল থেকে আসা এক মায়ের ফুটফুটে সন্তানকে এস এস কে এমে ভর্তি করানো এসবই করেছেন সবুজ সঙ্গীর কর্ণধার কুন্তল ঘোষ। এছাড়া পশুদের দেখভাল, রূপান্তরকামীদের সহায়তা, যশ ঘূর্ণিঝড়ের সময় রোগীর বাড়ির লোকের জন্য রাত্রবাসের ব্যবস্থা করা হয়েছিল কুন্তল ঘোষের পরামর্শে সবুজ সঙ্গীর সঙ্গীরা৷
কুন্তল ঘোষ জানান তাঁর এই বিপুল কর্মকাণ্ডের অনুপ্রেরণা বাংলা তথা ভারতের মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবনেত্রী সায়নী ঘোষ এর সহায়তা ছাড়া করোনা আবহে সবুজ সঙ্গীর ব্যাপক সাফল্য অসম্ভব বলেও জানান কুন্তল ঘোষ৷