Close

অতুল প্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকীতে ঋদ্ধি-সুজয় প্রসাদের শ্রদ্ধাজ্ঞলি

নিজস্ব প্রতিনিধি:অতুলপ্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকী উপলক্ষে ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক আকাডেমি নিয়ে আসছেন তাদের নবতম নিবেদন ” একটি নীরব যুগসন্ধি।নির্মানে ঋদ্ধি বন্দোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।আগামী ১৯ জুন, সন্ধ্যা ৭টায় ঋদ্ধি বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে মুক্তি পাবে।
এই বিশেষ নির্মানে কবির রচিত ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার’ গানটির সঙ্গে ,বিশিষ্ট অভিনেতা পাহাড়ি সান্যালের এবং দিলীপকুমার রায়ের রচনা থেকে পাঠ রয়েছে।ঋদ্ধি বন্দোপাধ্যায় জানালেন,” এই গানটা কবি রচনা করেন যখন ওঁর বয়স চল্লিশের কোঠা পেড়িয়েছে।গানটা সন্তোষ সেনগুপ্ত রেকর্ড করেছিলেন সত্তরের দশকে।খুব একটা পরিচিত গান নয়।কিন্তু খুব ভালো লাগার গান।তাই এই নির্বাচন।”সুজয়ের কথায়, “অতুলপ্রসাদের জন্মের সার্ধশতবার্ষিকীর বছরে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য আশা করি এই প্রজন্মকে কিছুটা হলেও চিনতে সাহায্য করবে এই মানুষটির মন ও মননকে এই নির্মাণ আমাদের পৌঁছে দেবে অতুলপ্রসাদের ‘ডেলিকেট’ মনের গহনে, যেখানে বিষাদ ও বিরহের সম্মিলনে সৃজনশীলতা ক্রমবর্ধমান হয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।”

Leave a Reply

0 Comments
scroll to top