Close

৩০ জুন মুক্তি পেতে চলেছে ছবি ‘শিবপুর’

নিজস্ব প্রতিবেদক:৩০ জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অরিন্দম ভট্টাচার্যর নতুন ছবি ‘শিবপুর’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়,খরাজ মুখোপাধ্যায়,রজতাভ দত্ত, মমতা শঙ্কর, সুজন নীল মুখোপাধ্যায়,সুস্মিতা চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার প্রমুখ। ‘শিবপুর’ ছবি দিয়েই দীর্ঘদিন পর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।


আটের দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘শিবপুর’। হাওড়ার শিবপুর এলাকায় চরম অরাজকতা উত্তপ্ত পরিস্থিতি ফুটে উঠেছে এই ছবিতে।এক অশান্ত শহর জুড়ে চলা মাফিয়ারাজ, এক নারীর সাধারণ গৃহবধূ থেকে অপরাধ জগতের সর্বেসর্বা হয়ে ওঠার গল্প আর এক নির্ভীক পুলিশ অফিসারের অসম লড়াইয়ের কাহিনী নিয়ে আসছে ‘শিবপুর’।

‘শিবপুর’-এ আইপিএস অফিসার সুলতান সিংয়ের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।স্বস্তিকা দেখা যাবে একদম ব্যতিক্রমী চরিত্রে।

ইন্দো-আমেরিকানা প্রোডাকশন প্রযোজিত, অরিন্দম ভট্টাচার্য্য পরিচালিত, অজন্তা সিনহা রায়ের সৃজনশীল পরিচালনায় ‘শিবপুর’ আসছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে আগামী ৩০শে জুন ২০২৩।

Leave a Reply

0 Comments
scroll to top