Close

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হবে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উপলক্ষে শনিবার বিকেল ৩টেয় শিশির মঞ্চে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস,ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা,বিভাগীয় সচিব,সভাপতি রাজ চক্রবর্তী,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,রুক্মিণী মৈত্র,জুন মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উৎসবের লোগো ও বিশেষ পুস্তিকা উদ্বোধন করেন ।

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রচারে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের সুসজ্জিত বাস,LED ভ্যান সহ নানাবিধ আয়োজনে জমজমাট নন্দন- রবীন্দ্রসদন চত্বর —

বিশ্ব মেলে ছবির মেলায় – ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল মানুষ

বিশ্ব মেলে ছবির মেলায় – ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামিল মানুষ।

Leave a Reply

0 Comments
scroll to top