Close

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে ৭ জানুয়ারি ২০২২

  • এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড
  • মোট শো ২০০টি,বিভাগ১৩টি।মোট ৪২ টি দেশ থেকে ১৬০টি ছবি দেখানো হবে
  • এবারের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’
  • মোট ১০ টি ভেনুতে ছবি প্রদর্শিত হবে

✍️ By Ramiz Ali Ahmed

আজ ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন হয়ে গেল শিশির মঞ্চে।উপস্থিত ছিলেন মন্ত্রী(প:ব: সরকার)ইন্দ্রনীল সেন ,শান্তনু বসু(ডি জি কে আই এফ এফ এন্ড সেক্রেটারি আই এন সি ডিপার্পটমেন্ট),পরিচালক অরিন্দম শীল,হরনাথ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়,অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,আই এন সি এ প্রধান মিত্র চট্টোপাধ্যায়,সুব্রত হালদার, নৈরঞ্জনা ভট্টাচার্য,অনন্যা চক্রবর্তী প্রমুখ।কোভিডের মধ্যে সমস্ত নিয়মবিধী মেনে এবার চলচ্চিত্র উৎসব হতে চলেছে।মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন,”আগামী ৭ জানুয়ারি২০২২ বিকেল ৪টায় নবান্ন সভাঘরে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে ভার্চুয়ালি।সূচনা করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।৫০% আসনে দর্শকরা বসতে পারবেন।মোট ১০ টি ভেনুতে ছবি প্রদর্শিত হবে।নন্দন-১,নন্দন ২,নন্দন ৩,রবীন্দ্র সদন,শিশির মঞ্চ, কনফারেন্স হল কলকাতা ইনফরমেশন সেন্টার, চলচ্চিত্র শতবর্ষ ভবন,রবীন্দ্র ওকাকুরা ভবন,নজরুল তীর্থ১,নজরুল তীর্থ ২।মোট শো ২০০টি,বিভাগ১৩টি।মোট ৪২ টি দেশ থেকে ১৬০টি ছবি দেখানো হবে।এবারের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’।
পরিচালক অরিন্দম শীল জানালেন,এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড।ফিনল্যান্ড-এর মোট ছয়টি ছবি প্রদর্শিত হবে।”
তিনি আরো জানালেন এবার যেহেতু সত্যজিৎ রায়ের শততম জন্ম শতবর্ষ।তাঁকে স্মরণ জানিয়ে তাঁর চলচ্চিত্রে কাজ করা সমস্ত জীবিত কলাকুশলীদের নিয়ে ‘সত্যজিতের শিল্পিরা’ নামে বিশেষ প্রোগ্রামের আয়োজন হয়েছে ৮জানুয়ারি,২০২২ বিকেল ৩টেয়।সেখানে এই গুণী শিল্পীদের সম্মান জানানো হবে।১১জানুয়ারি শিশির মঞ্চে বিকেল ৩টেয় সুজিত সরকার সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন।”
এবার সেন্টেননারী ট্রিবিউট জানানো হচ্ছে সত্যজিৎ রায়,চিদানন্দ দাসগুপ্ত,মিকলস জাঙ্কসকে।

স্পেশাল ট্রিবিউট জানানো হবে বুদ্ধদেব দাসগুপ্ত, দিলীপ কুমার,জাঁ পল বেলমন্ড, হ ক্লড কারিয়ের,স্বতীলেখা সেনগুপ্ত, সুমিতা ভাবেকে।

Leave a Reply

0 Comments
scroll to top