Close

স্টার জলসার ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’তে বিশেষ অতিথি আসরানি

আনন্দ সংবাদ লাইভ:৬০-এর দশক থেকে কমিক চরিত্রে অভিনয় করে আসছেন গোবর্ধন আসরানি। কমিক অভিনেতা জগদীপকে টেক্কা দেন এক সময়ে। তখন বলিউডে কমিক অভিনেতা বলতে জগদীপের নাম আগে উঠে আসত। সেই জায়গাটা দখল করে নেন আসরানি নিজের অভিনয় দক্ষতা দিয়ে।

স্টার জলসার ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’তে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে কমেডি কিং আসরানিকে। এই সপ্তাহে শনি ও রবিবার রাত সাড়ে ন’টায় দেখা যাবে বিশেষ এপিসোডটি। এদিনের এপিসোডে থিম রয়েছে মিশরকে কেন্দ্র করে। এপিসোডটি আসরানির সামনেই পারফর্ম করবেন প্রতিযোগীরা।

Leave a Reply

0 Comments
scroll to top