Close

‘সেই প্রেম’-এর টিজার প্রকাশ

✍️By Ramiz Ali Ahmed

নেক্সজেন ভেঞ্চার নিবেদিত বিদুলা ভট্টাচার্যর পরিচালনায় মিউজিক ভিডিও ‘সেই প্রেম’-এর টিজার প্রকাশ পেল।গানের কথা ও সুর সুপ্রতীপ ভট্টাচার্যর।গেয়েছেন শান।মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত ও নবাগতা পিয়ালি।মিউজিক ভিডিওটির গল্প লিখেছেন অর্ণব ভৌমিক।হোলি-তে মিউজিক ভিডিও প্রকাশ পাবে বলে জানা গেল।

‘সেই প্রেম’-এর টিজার লঞ্চের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আনন্দ সংবাদ লাইভ-এর প্রধান চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
scroll to top