Close

সিমলা গড়ে বাঙালিও বাঙালিয়ানার সাহিত্য সভা

নিজস্ব প্রতিনিধি:হুগলী জেলার পান্ডুয়া সিমলাগড়ে রবিবার সানন্দ মিলন তীর্থ মিশনে বাঙালি ও বাঙালিয়ানা গুরুপের উদ্যোগে এক মহতী সাহিত্য সভা হয়ে গেল।

সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞানী দিলীপ কুমার চক্রবর্তী। বক্তব্য রাখেন নাট্য বক্তিত্ব সুরজিৎ দে পার্থদীপ সমাজদার ও রমেন বিশ্বাস এবং কবিতা পাঠের সাথে বক্তব্য রাখেন সাংবাদিক সাহিত্যিক নৌশাদ মল্লিক ,কবি ঋষি, পাপড়ি দত্ত,নাসিমা বেগম, সেখ সিরাজ, কৃষ্ণা পাত্র, বিমল চন্দ্র পাল, সুরজিৎ মুখার্জি প্রমুখ।

আবৃত্তি করেন প্রীতমা ঘোষ, সোমা মজুমদার, সাগর সরকারও অনু গল্প পাঠ করেন মলয় মাঝি। সংগীত পরিবেশন করেন- অচিস্মিতা জানা, দেবীকা দুলাল চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন কবি কুমকুম চৌধুরী ও শিক্ষক অশোক রায়।

Leave a Reply

0 Comments
scroll to top