নিজস্ব প্রতিবেদক:১৯ নভেম্বর,২০২৩ কলকাতার উত্তম মঞ্চে, সন্ধ্যা ৬:৩০টা অনুষ্ঠিত হবে সলিল চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান সেদিন আর কতো দূরে। সলিল চৌধুরীর গণচেতনার গান ও কবিতা।আয়োজনে সুরধ্বনি। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনায় অন্তরা চৌধুরী।
২০২৫ সালে তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হবে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য কিংবদন্তি সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপনে, সুরধ্বনি ‘সেদিন আর কত দূরে’ উপস্থাপন করতে চলেছে। এই অনুষ্ঠানটি একটি মনোমুগ্ধকর সুরের জার্নি তুলে ধরবে যার মধ্যে সলিল চৌধুরীর গণচেতনার আন্দোলনকারী মনের সৃষ্ট অনেক গান এবং গভীর মননের কবিতা
নিয়ে অনুষ্ঠানে সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি (এসসিবিসিএস) নামে একটি কমিটি গঠনের ঘোষণাও এই বিশেষ দিনে করা হবে।
এইদিন শিল্পীদের মধ্যে থাকছেন হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, সৈকত মিত্র,
শ্রাবণী সেন, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু, ব্রততী বন্দোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, কল্যাণ সেন বরাট তাঁর কলকাতা কয়ারের শিল্পীরা এবং অন্তরা চৌধুরী নিজেই তাঁর সুরধ্বনির ছাত্রদের সাথে অনুষ্ঠানটিকে এক বিশেষ রূপদান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. পবিত্র সরকার এবং সম্মানিত অতিথি পন্ডিত তন্ময় বোস এবং শ্রী দেবাশীষ কুমারও উপস্থিত থাকবেন।
অন্তরা চৌধুরী বলেন,”আসুন আমরা সবাই কিংবদন্তী সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে যোগদান করি এই অনুষ্ঠানে এবং ১৯ নভেম্বর,২০২৪-২৫ সময়কালে তাঁর আসন্ন জন্মশতবার্ষিকী উদযাপনের পথের শুভ সূচনা করি।”