Close

সমরেশ মজুমদারের উপন্যাস ‘এই আমি রেণু’ বড় পর্দায়

✍️By Ramiz Ali Ahmed

সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস ‘এই আমি রেণু’ কে পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক সৌমেন সুর।ছবিতে ১৯৮০-র সময় তুলে ধরেছেন পরিচালক।রেণু’র চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার।রেণুর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, গৌরব চক্রবর্তীকে দেখা যাবে রেণুর প্রেমিকের চরিত্রে।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অলিভিয়া সরকার এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।


চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।গানের কথা ও সুর করেছেন রানা মজুমদার।গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কৈলাশ খের,মোনালি ঠাকুর এবং আশ কিং।ছবিটি প্রযোজনা করেছেন সেলিম এবং স্বর্ণ।’এই আমি রেণু’ মুক্তি পেতে চলেছে ৯ এপ্রিল।

Leave a Reply

0 Comments
scroll to top