Close

সঞ্জয় দাসের ছবিতে রূপসা

নিজস্ব প্রতিনিধি:এবারে এক ভিন্ন চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায় ও অভিনেতা মিত দাস। ছবির নাম “নিধন”। রুপসার চরিত্রের নাম রাধা। যার একটি পা নেই। দুর্ঘটনায় হারিয়ে ফেলে এক পা। ছবির প্রতিটি ছন্দে রয়েছে সাসপেন্স ও রহস্য।
পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সঞ্জয় দাস।

ছবিতে রুপসা মুখোপাধ্যায় এর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মিত দাস। এছাড়া ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সোমা চক্রবর্তী, সংযুক্তা জানা, ভরত কল প্রমুখ।

পরিচালক সঞ্জয় দাস বলেন এটি তার দ্বিতীয় ছবি। ছবিটিতে দর্শককে একটি ভিন্ন ঘরানার গল্প উপহার দেওয়া হবে। একটি মার্ডারকে নিয়ে এই গল্প। কিন্ত গল্প যত এগোতে থাকবে তত সাসপেন্স বাড়তে থাকবে। কিন্ত অবশেষে রাধার জীবনের পরিনতি কি? এই সবকিছু নিয়ে ছবি “নিধন”।


ছবিটি মুক্তি পাবে এই বছরের শেষে সিনেমা হলে। ইতিমধ্যে ছবির শ্যুটিং হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। ড্রিম ওয়ার্কস প্রোডাকশন এর ব্যানারে মুক্তি পাবে এই ছবিটি। ছবিটির প্রযোজক হিসাবে রয়েছেন প্রযোজক মহুয়া জানা। বলাইবাহুল্য এই জুটি বাংলা সিনেমাপ্রেমিদের মন জয় করবে।

Leave a Reply

0 Comments
scroll to top