Close

শুভেন্দু দাসের হিন্দি ডকুমেন্টারি ফিল্ম ‘আত্মনির্ভর ভারত’-এর ট্রেলার লঞ্চ

✍️By Ramiz Ali Ahmed

পরিচালক শুভেন্দু দাসের হিন্দি ডকুমেন্টারি ফিল্ম ‘আত্মনির্ভর ভারত’-এর ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে।

পরিচালক ৪৫মিনিটের তথ্যচিত্রটি তৈরি করেছেন যুবরাজ আনন্দরাও ঠাকরের জীবনের উপর ।যার শরীরের ৭০% বিকলাঙ্গ। যুবরাজ আনন্দরাও ঠাকরে এই ছবির নায়ক।তার বিকলাঙ্গ পা নিয়ে শৈশব সংগ্রাম,তারপর অসাধারণ কষ্টের মধ্যে জীবনধারণ করা।এই সমস্ত অসঙ্গতি কাটিয়ে তাই নিয়মিত স্কুলে যাওয়া কিন্তু সেখানেও তিনি তার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে অসহযোগীতা আচরণের মুখোমুখি হওয়া।এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তার স্ট্রাগল। তারপর তিনি একজন শিল্পী হিসেবে তার কর্মজীবন গড়ে তুলেছেন।যুবরাজ আনন্দরাও জীবনের সব দিকটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে।এই ডকুমেন্টারি ছবিটি প্রতিটি সাধারণ ভারতীয়দের জন্য একটি অনুপ্রেরণা।

‘আত্মনির্ভর ভারত’ এর বেশিরভাগ শুটিং হয়েছে মহারাষ্ট্রে । পরিচালক জানালেন তার এই ছবি ফেস্টিভ্যালে ঘুরবে। তারপর সকল দর্শকদের জন্য মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছেন ডাঃ রাজীব পাল।

Leave a Reply

0 Comments
scroll to top